Sunday, August 6, 2017

 'চতুষ্পদ'! চার চারটি মজাদার বাংলা ছড়া - একসঙ্গে। Nonsense Rhyme/Poem-এর মজা... পুরোপুরি।

এই ব্লগ-পোস্টে মোট চারটি ছড়া। চারটিই উ্দ্ভট খেয়ালরসের ছড়া - যে রসের সার্থক কারবারি ছিলেন স্বয়ং সুকুমার রায়। মুচমুচে মজার, টসটসে, রসালো মজাদার এই সব ছড়া। ছড়া চারটির সঙ্গে, আমারই আঁকা হাবিজাবি(স) অথচ মানানসই কার্টুন। আর চারটির মধ্যে তিনটি ছড়ার সঙ্গের ছবিতেই জ্বলজ্বলে উপস্হিতি কমপক্ষে তিন তিনখানি তিন ধরনের চারপেয়ে জন্তুর। তাই আজকের ব্লগ-পোস্টকে নাম দেওয়া যাক - 'চতুষ্পদ'! 'কানে কানে' ছড়াটি আবার লিমেরিক। আমার তোলা ফটোগ্রাফটি সব্বার ওপরে। পড়ুন. দেখুন, কমেন্ট করুন। Nonsense Rhyme/Poem-এর মজায় প্রাণ খুলে যোগ দিন। অলমতি বিস্তারেণ।