Monday, January 1, 2018

লিমেরিক”: 

লিমেরিক আয়ারল্যান্ডের একটি জায়গার নাম। ফ্রান্সের সৈন্যদলের আইরিশ ব্রিগেডিয়াররা ওই লিমেরিকে অবস্থানকালে রকম ছোট ছোট ছড়ার গান রচনা করতেন। লিমেরিক একটি ইংরেজি শব্দ। শব্দটি ইংরেজি ভাষা থেকে বাংলায় অন্যান্য ভাষায় গৃহীত হয়েছে। লিমেরিক পদ্যের এক বিশেষ ধরনের রচনা শৈলী। সাধারণত টি চরণে হয়। মিলের বিন্যাস : ক। ৩য় ৪র্থ পঙ্ক্তি অন্যগুলোর চেয়ে মাপে ছোট হয়
ইংরেজি নার্সারী রাইম থেকে এর উতপত্তি। সাধারণত লিমেরিকের বক্তব্য ঠিকঠাক অর্থবোধক হয় না। তবে, এই ব্যাপারে আমি সহমত পোষণ করি না। লিমেরিককে অনেকেই ছড়ার এক হাল্কা ফর্ম মনে করেন। কিন্তু বাস্তবে, আমার কাছে মনে হয়, লিমেরিক হতে পারে সাহিত্যের শক্তিশালী মাধ্যম। সময় সমাজকে লিমেরিকে প্রকাশ করাই আসল লক্ষ্য। লিমেরিকেউইটথাকতে হবে; থাকতে হবে হিউমার বা স্যাটায়ারও আর সব মিলিয়ে লিমেরিককে হতে হবে মজায় ভাবে টইটম্বুর। এডওয়র্ড লিয়রের হাত ধরে চিরটাকাল যেসব লিমেরিক সোনা ফলিয়ে এসেছে, সেই লিমেরিক ছিল, আছে থাকবে
বাংলা মজার ছড়ার জগতে লিমেরিক অবশ্যই এক উল্লেখযোগ্য সংযোজন। উদ্ভট, এলোমেলো ভাবনায় মোড়া ছড়ার জগতে লিমেরিক এক উল্লেখযযোগ্য সংযোজন।

এই সঙ্গে দিলাম আমার লেখা -ছখানা লিমেরিক। হয়তো আমার এক অক্ষম প্রচেষ্টা