Sunday, August 5, 2018

খেয়ালরসের উদ্ভট মজার বাংলা ছড়া : ‘যদি এমন হয়’!


অ্যালবাম : ‘যদি এমন হয়’!...  খেয়ালরস বা উদ্ভটরসের বাংলা ছড়া।

অনেকদিন পরে আবার আমার বাংলা ব্লগ আজ।

দৈনন্দিন জীবনের গন্ডি পেরিয়ে, এক উদ্ভট রাজ্যের উঠোনে লুটোপুটি খায় যে রস, তারই নাম খেয়ালরস বা উদ্ভটরস। সে রস কখনও হাসায়, কখনও ভাবায়, আবার কখনও বা আমাদের মগজকে চিন্তায় ফেলে দিয়ে কিঞ্চিত খুনসুটি করে নেয় আমাদের সঙ্গে। সেই উদ্ভট বা খেয়ালরসেই রান্না করা আমার চার-চারটি তাজা, মুচমুচে উদ্ভট মজার বাাংলা ছড়া, বিচিত্র চিন্তাভাবনার খেয়ালরসের চটপটে ছড়া, যা সব বয়সের পাঠকের কাছেই হয়তো উপাদেয় ঠেকবে - তাই দিয়ে আমার আজকের এই অ্যালবাম : ‘যদি এমন হয়’-এর আজককের ডালা সাজানো! এই সব 'হাবিজাবিস' ও 'উলকি ঝুলকি' প্রশ্রয় পেলে অবশ্যই আনন্দ পাব।

-- রবিন বন্দ্যোপাধ্যায়।
    কলকাতা ৭০০০৭০ / ০৬ অগস্ট ২০১৮।









No comments:

Post a Comment

You may please post your comments on the posts you like. Thanks.