Monday, November 27, 2017

রাজকাহিনী : মজা কিন্তু বিস্তর।

রাজা রানির কথাই আলাদা। তাঁরা চাইলে পরেই যখন-তখন সিংহাসনে বসতে পারেন। পালঙ্কে শুয়ে হুকুম করতে পারেন। বাদামভাজা খেতে পারেন যত খুশি। আবার রাজসিংহাসনে বসে ঘুমিয়েও পড়তে পারেন। মানে, ষখন যা খুশি, করতে পারেন তা-ই।। রানিমাও বা কম যান নাকি? আর যাই  হোক, তিনি তো রাজার বউ!... এদিকে, পাখি আবার উড়তে পেলেই খুশি। সিঙ্গাপুরই হোক কি হংকং বা পাটায়া – উড়ে উড়ে পৌঁছতে পারলে, তাকে আর পায় কে? তা ছাড়া, কুমড়োপটাশ আছে, তাদের ডিম আছে, ডিমের নাচনকোঁদন আছে। এমন কি, হাট্টিমাটিমও আছে। আর সেই ডিমের সূত্রেই উঠে এল সেই অমোঘ প্রশ্ন : “ডিম আগে, না মুরগি আগে?”... এই সব বিচিত্র বিষয়বস্তু থাকে বলেই না, বাংলা উদ্ভট খেয়াল রসের ছড়ায় এত মজা, এত আনন্দ। Bengali Nonsense Rhyme বা Nonsense Poem – যাই বলা যাক না কেন, মজা কিন্তু বিস্তর। আসুন, পড়েই দেখা যাক।







Sunday, November 19, 2017

যত রাজ্যের মজার ছড়া : 

এডওয়ার্ড লিয়র (1812-1888)। ননসেন্স ছড়া ও উদ্ভট মজার লিমেরিকের আদিপুবুষ। জীবনের কোথা থেকে যে মজার মজার হরেক ঘটনা টেনে আনতেন – ভাবলে, আজও অবাক হয়ে যেতে হয়! আরও এক প্রাতঃস্মরণীয় কবি ও ছড়াকার ছিলেন ল্যুই ক্যারল (1832-1898)। তাঁর রচনাগুলোও এক অন্য জগতের। বাংলাতে আমাদের একান্ত আপন, সুকুমার রায়কেই (1887-1923)বা কোথায় রাখি? আসলে, Nonsense Rhyme বা Nonsense Poem হল সেই  সব অদ্ভুত ছড়া-রচনা, যা প্রথমবার পড়ায় শুধুই মজা, দ্বিতীয় পাঠে সামান্য অস্বস্তি, আর তার পরের পাঠগুলিতে ক্রমশ  উন্মোচিত হতে থাকে চমক – হাসি ষেখানে নিছক মজাতেই শেষ হয় না।… এই হল, উদ্ভট খেয়ালরসের ছড়ার মজা, যা বাংলা ভাষায় সুকুমার রায় আকছারই করে গেছেন। এবারের ব্লগে রইল আমার লেখা ও আঁকায় পাঁচ-পাঁচটি ছড়া, যার মধ্যে চারখানিই এডওয়ার্ড লিয়র আশ্র্রিত লিমেরিক। বাংলা মজার ছড়া, উদ্ভট ছড়ার এবার Happy Reading…






















Saturday, November 18, 2017

বাংলা উদ্ভট খেয়ালরসের ছড়া : 
বাংলায় মজার ছড়ার প্রচলন তো আছে। অনেকদিন ধরেই স্বনামধন্য কবিরা তা লিখে আসছেন। এখনও লেখেন। শিশু ও কিশোর বয়সের পাঠকদের জন্য, সেই সব ছড়ার মূল্য অপরিসীম। কিন্তু দুর্ভাগ্যক্রমে, সুকুমার রায়ের পরে, তাঁর মতো উদ্ভট খেয়ালরসের ছড়া বা Bengali Nonsense Rhyme বা Nonsense Poem-এর কিঞ্চিত-অধিক অভাব বোধ করেছি। সুকুমারের লেখা ও তার সঙ্গে  তাঁরই হাতে আঁকা ছবির মধ্যে যে মজা, তার দর্শণ  আজকাল প্রায় দেখাই যায়  না। অন্য অনেকেরই মতো আমিও সুকুমার রায়ের সৃষ্টির অন্ধ ভক্ত। আমি তাঁর সেই ধারা মেনে, অনেকদিন ধরেই চেষ্টা করে যাচ্ছি বাংলা ভাযায় উদ্ভট মজার ছড়া বা Bengali Nonsense Rhyme লিখেে যাবার। আমার (Robin Banerjee) Facebook-এর পাতায় বা বর্তমান ব্লগে তার অজস্র উদাহরণ পাবেন। পাবেন GOOGLE-এও। Facebook-এ তো প্রায় রোজই থাকে এই সব হাবিজাবি লেখা। তা ছাড়া সন ২০১৭-র কলকাতা বইমেলায় প্রকাশিত ১১২ পৃষ্ঠার আমার লেখা, মজার ছড়া-ছবির বই 'হাবিজাবিস' (Habijabis) তো আছেই। আপনাদের হাত ধরে ছোটোরা আবার মজার ছড়া, উদ্ভট ছড়া ভালোবাসুক - সেটাই চাইব। বাকি কথা ও ছড়া আমার পরের ব্লগেে। ভালো থাকবেন সকলে।