Monday, November 27, 2017

রাজকাহিনী : মজা কিন্তু বিস্তর।

রাজা রানির কথাই আলাদা। তাঁরা চাইলে পরেই যখন-তখন সিংহাসনে বসতে পারেন। পালঙ্কে শুয়ে হুকুম করতে পারেন। বাদামভাজা খেতে পারেন যত খুশি। আবার রাজসিংহাসনে বসে ঘুমিয়েও পড়তে পারেন। মানে, ষখন যা খুশি, করতে পারেন তা-ই।। রানিমাও বা কম যান নাকি? আর যাই  হোক, তিনি তো রাজার বউ!... এদিকে, পাখি আবার উড়তে পেলেই খুশি। সিঙ্গাপুরই হোক কি হংকং বা পাটায়া – উড়ে উড়ে পৌঁছতে পারলে, তাকে আর পায় কে? তা ছাড়া, কুমড়োপটাশ আছে, তাদের ডিম আছে, ডিমের নাচনকোঁদন আছে। এমন কি, হাট্টিমাটিমও আছে। আর সেই ডিমের সূত্রেই উঠে এল সেই অমোঘ প্রশ্ন : “ডিম আগে, না মুরগি আগে?”... এই সব বিচিত্র বিষয়বস্তু থাকে বলেই না, বাংলা উদ্ভট খেয়াল রসের ছড়ায় এত মজা, এত আনন্দ। Bengali Nonsense Rhyme বা Nonsense Poem – যাই বলা যাক না কেন, মজা কিন্তু বিস্তর। আসুন, পড়েই দেখা যাক।







No comments:

Post a Comment

You may please post your comments on the posts you like. Thanks.