Saturday, November 18, 2017

বাংলা উদ্ভট খেয়ালরসের ছড়া : 
বাংলায় মজার ছড়ার প্রচলন তো আছে। অনেকদিন ধরেই স্বনামধন্য কবিরা তা লিখে আসছেন। এখনও লেখেন। শিশু ও কিশোর বয়সের পাঠকদের জন্য, সেই সব ছড়ার মূল্য অপরিসীম। কিন্তু দুর্ভাগ্যক্রমে, সুকুমার রায়ের পরে, তাঁর মতো উদ্ভট খেয়ালরসের ছড়া বা Bengali Nonsense Rhyme বা Nonsense Poem-এর কিঞ্চিত-অধিক অভাব বোধ করেছি। সুকুমারের লেখা ও তার সঙ্গে  তাঁরই হাতে আঁকা ছবির মধ্যে যে মজা, তার দর্শণ  আজকাল প্রায় দেখাই যায়  না। অন্য অনেকেরই মতো আমিও সুকুমার রায়ের সৃষ্টির অন্ধ ভক্ত। আমি তাঁর সেই ধারা মেনে, অনেকদিন ধরেই চেষ্টা করে যাচ্ছি বাংলা ভাযায় উদ্ভট মজার ছড়া বা Bengali Nonsense Rhyme লিখেে যাবার। আমার (Robin Banerjee) Facebook-এর পাতায় বা বর্তমান ব্লগে তার অজস্র উদাহরণ পাবেন। পাবেন GOOGLE-এও। Facebook-এ তো প্রায় রোজই থাকে এই সব হাবিজাবি লেখা। তা ছাড়া সন ২০১৭-র কলকাতা বইমেলায় প্রকাশিত ১১২ পৃষ্ঠার আমার লেখা, মজার ছড়া-ছবির বই 'হাবিজাবিস' (Habijabis) তো আছেই। আপনাদের হাত ধরে ছোটোরা আবার মজার ছড়া, উদ্ভট ছড়া ভালোবাসুক - সেটাই চাইব। বাকি কথা ও ছড়া আমার পরের ব্লগেে। ভালো থাকবেন সকলে। 






No comments:

Post a Comment

You may please post your comments on the posts you like. Thanks.