Sunday, November 19, 2017

যত রাজ্যের মজার ছড়া : 

এডওয়ার্ড লিয়র (1812-1888)। ননসেন্স ছড়া ও উদ্ভট মজার লিমেরিকের আদিপুবুষ। জীবনের কোথা থেকে যে মজার মজার হরেক ঘটনা টেনে আনতেন – ভাবলে, আজও অবাক হয়ে যেতে হয়! আরও এক প্রাতঃস্মরণীয় কবি ও ছড়াকার ছিলেন ল্যুই ক্যারল (1832-1898)। তাঁর রচনাগুলোও এক অন্য জগতের। বাংলাতে আমাদের একান্ত আপন, সুকুমার রায়কেই (1887-1923)বা কোথায় রাখি? আসলে, Nonsense Rhyme বা Nonsense Poem হল সেই  সব অদ্ভুত ছড়া-রচনা, যা প্রথমবার পড়ায় শুধুই মজা, দ্বিতীয় পাঠে সামান্য অস্বস্তি, আর তার পরের পাঠগুলিতে ক্রমশ  উন্মোচিত হতে থাকে চমক – হাসি ষেখানে নিছক মজাতেই শেষ হয় না।… এই হল, উদ্ভট খেয়ালরসের ছড়ার মজা, যা বাংলা ভাষায় সুকুমার রায় আকছারই করে গেছেন। এবারের ব্লগে রইল আমার লেখা ও আঁকায় পাঁচ-পাঁচটি ছড়া, যার মধ্যে চারখানিই এডওয়ার্ড লিয়র আশ্র্রিত লিমেরিক। বাংলা মজার ছড়া, উদ্ভট ছড়ার এবার Happy Reading…






















No comments:

Post a Comment

You may please post your comments on the posts you like. Thanks.