Thursday, December 14, 2017

'আনছুুনি বিটপানা' - উদ্ভট বাংলা কবিতা বা মজার ছড়া :

ছড়া লেখা সোজা নয়, ছড়া বড়ো শক্ত!... ভালো ছড়া হতে গেলে, হতে হবে পোক্ত!


ছড়া লেখার এই এক মুশকিল। লাইনের শেষে শুধু অন্তমিল দিয়ে দায় সারলে চলবে না, তাতে থাকতে হবে গল্প, হতে হবে অর্থবহ। আর Nonsense Rhyme or Nonsense Poem, অর্থাত উদ্ভট খেয়ালরসের ছড়া (তা সে বাংলা, বা যে ভাষাতেই হোক) হলে তো উদ্ভটতার সঙ্গে থাকতে হবে যথেষ্ট মজাও। দেখাই যাক চেষ্টা করে, এখানে কিছু উদ্ভট বাংলা কবিতা বা মজার ছড়া দেওয়া যায় কিনা… !







Monday, November 27, 2017

রাজকাহিনী : মজা কিন্তু বিস্তর।

রাজা রানির কথাই আলাদা। তাঁরা চাইলে পরেই যখন-তখন সিংহাসনে বসতে পারেন। পালঙ্কে শুয়ে হুকুম করতে পারেন। বাদামভাজা খেতে পারেন যত খুশি। আবার রাজসিংহাসনে বসে ঘুমিয়েও পড়তে পারেন। মানে, ষখন যা খুশি, করতে পারেন তা-ই।। রানিমাও বা কম যান নাকি? আর যাই  হোক, তিনি তো রাজার বউ!... এদিকে, পাখি আবার উড়তে পেলেই খুশি। সিঙ্গাপুরই হোক কি হংকং বা পাটায়া – উড়ে উড়ে পৌঁছতে পারলে, তাকে আর পায় কে? তা ছাড়া, কুমড়োপটাশ আছে, তাদের ডিম আছে, ডিমের নাচনকোঁদন আছে। এমন কি, হাট্টিমাটিমও আছে। আর সেই ডিমের সূত্রেই উঠে এল সেই অমোঘ প্রশ্ন : “ডিম আগে, না মুরগি আগে?”... এই সব বিচিত্র বিষয়বস্তু থাকে বলেই না, বাংলা উদ্ভট খেয়াল রসের ছড়ায় এত মজা, এত আনন্দ। Bengali Nonsense Rhyme বা Nonsense Poem – যাই বলা যাক না কেন, মজা কিন্তু বিস্তর। আসুন, পড়েই দেখা যাক।







Sunday, November 19, 2017

যত রাজ্যের মজার ছড়া : 

এডওয়ার্ড লিয়র (1812-1888)। ননসেন্স ছড়া ও উদ্ভট মজার লিমেরিকের আদিপুবুষ। জীবনের কোথা থেকে যে মজার মজার হরেক ঘটনা টেনে আনতেন – ভাবলে, আজও অবাক হয়ে যেতে হয়! আরও এক প্রাতঃস্মরণীয় কবি ও ছড়াকার ছিলেন ল্যুই ক্যারল (1832-1898)। তাঁর রচনাগুলোও এক অন্য জগতের। বাংলাতে আমাদের একান্ত আপন, সুকুমার রায়কেই (1887-1923)বা কোথায় রাখি? আসলে, Nonsense Rhyme বা Nonsense Poem হল সেই  সব অদ্ভুত ছড়া-রচনা, যা প্রথমবার পড়ায় শুধুই মজা, দ্বিতীয় পাঠে সামান্য অস্বস্তি, আর তার পরের পাঠগুলিতে ক্রমশ  উন্মোচিত হতে থাকে চমক – হাসি ষেখানে নিছক মজাতেই শেষ হয় না।… এই হল, উদ্ভট খেয়ালরসের ছড়ার মজা, যা বাংলা ভাষায় সুকুমার রায় আকছারই করে গেছেন। এবারের ব্লগে রইল আমার লেখা ও আঁকায় পাঁচ-পাঁচটি ছড়া, যার মধ্যে চারখানিই এডওয়ার্ড লিয়র আশ্র্রিত লিমেরিক। বাংলা মজার ছড়া, উদ্ভট ছড়ার এবার Happy Reading…






















Saturday, November 18, 2017

বাংলা উদ্ভট খেয়ালরসের ছড়া : 
বাংলায় মজার ছড়ার প্রচলন তো আছে। অনেকদিন ধরেই স্বনামধন্য কবিরা তা লিখে আসছেন। এখনও লেখেন। শিশু ও কিশোর বয়সের পাঠকদের জন্য, সেই সব ছড়ার মূল্য অপরিসীম। কিন্তু দুর্ভাগ্যক্রমে, সুকুমার রায়ের পরে, তাঁর মতো উদ্ভট খেয়ালরসের ছড়া বা Bengali Nonsense Rhyme বা Nonsense Poem-এর কিঞ্চিত-অধিক অভাব বোধ করেছি। সুকুমারের লেখা ও তার সঙ্গে  তাঁরই হাতে আঁকা ছবির মধ্যে যে মজা, তার দর্শণ  আজকাল প্রায় দেখাই যায়  না। অন্য অনেকেরই মতো আমিও সুকুমার রায়ের সৃষ্টির অন্ধ ভক্ত। আমি তাঁর সেই ধারা মেনে, অনেকদিন ধরেই চেষ্টা করে যাচ্ছি বাংলা ভাযায় উদ্ভট মজার ছড়া বা Bengali Nonsense Rhyme লিখেে যাবার। আমার (Robin Banerjee) Facebook-এর পাতায় বা বর্তমান ব্লগে তার অজস্র উদাহরণ পাবেন। পাবেন GOOGLE-এও। Facebook-এ তো প্রায় রোজই থাকে এই সব হাবিজাবি লেখা। তা ছাড়া সন ২০১৭-র কলকাতা বইমেলায় প্রকাশিত ১১২ পৃষ্ঠার আমার লেখা, মজার ছড়া-ছবির বই 'হাবিজাবিস' (Habijabis) তো আছেই। আপনাদের হাত ধরে ছোটোরা আবার মজার ছড়া, উদ্ভট ছড়া ভালোবাসুক - সেটাই চাইব। বাকি কথা ও ছড়া আমার পরের ব্লগেে। ভালো থাকবেন সকলে। 






Sunday, August 6, 2017

 'চতুষ্পদ'! চার চারটি মজাদার বাংলা ছড়া - একসঙ্গে। Nonsense Rhyme/Poem-এর মজা... পুরোপুরি।

এই ব্লগ-পোস্টে মোট চারটি ছড়া। চারটিই উ্দ্ভট খেয়ালরসের ছড়া - যে রসের সার্থক কারবারি ছিলেন স্বয়ং সুকুমার রায়। মুচমুচে মজার, টসটসে, রসালো মজাদার এই সব ছড়া। ছড়া চারটির সঙ্গে, আমারই আঁকা হাবিজাবি(স) অথচ মানানসই কার্টুন। আর চারটির মধ্যে তিনটি ছড়ার সঙ্গের ছবিতেই জ্বলজ্বলে উপস্হিতি কমপক্ষে তিন তিনখানি তিন ধরনের চারপেয়ে জন্তুর। তাই আজকের ব্লগ-পোস্টকে নাম দেওয়া যাক - 'চতুষ্পদ'! 'কানে কানে' ছড়াটি আবার লিমেরিক। আমার তোলা ফটোগ্রাফটি সব্বার ওপরে। পড়ুন. দেখুন, কমেন্ট করুন। Nonsense Rhyme/Poem-এর মজায় প্রাণ খুলে যোগ দিন। অলমতি বিস্তারেণ।








Monday, June 26, 2017

ভূতেদের ব্যাপারস্যাপার :

ভূতেদের ব্যাপারস্যাপার নিয়ে বছরের পর বছর ধরে কতজনেই তো কতো কিছু লিখে গেছেন। কোথাও তা গা-ছমছমে, আবার কোথাও বা অবাস্তব বা পরাবাস্তব ঘটনায় ভর্তি। সে যাই হোক, ভূতেদের কথা বরাবরই রোমাঞ্চকর। হাবিজাবিস - বাংলা উদ্ভট, মজার ছড়ার এক ব্লগ-বিচরণস্হল Bengali Nonsense Rhymes বা Bengali Nonsense Poems এখানে এদিক-সেদিক ঘুরে বেড়ায় একরাশ উদ্ভটত্ব নিয়ে একটু হাসিঠাট্টা, একটু শ্লেষ - এই নিয়েই "হাবিজাবিস" আজকের “হাবিজাবিস” ৬-৬টি ভূতের ছড়া নিয়ে। সবই উদ্ভট, মজার ছড়া।  পড়ুন তা হলে - ভূতেদের ব্যাপারস্যাপার। শুভেচ্ছা রইল।










Sunday, June 18, 2017

হাবিজাবিস - বাংলা উদ্ভট, মজার ছড়া - "ছররা" : Bengali Nonsense Rhymes বা Bengali Nonsense Poems.

হাবিজাবিস - বাংলা উদ্ভট, মজার ছড়ার এক ব্লগ-বিচরণস্হল। Bengali Nonsense Rhymes বা Bengali Nonsense Poems এখানে এদিক-সেদিক ঘুরে বেড়ায় একরাশ উদ্ভটত্ব নিয়ে। একটু হাসিঠাট্টা, একটু শ্লেষ - এই নিয়েই "হাবিজাবিস"। আজ সাত-সাতটি ছোট ছোট মজার ছড়া এক সঙ্গে। "ছররা" - এই ব্লগে। পড়ুন। মজা পাবেন।









Thursday, June 15, 2017

একটু 'হাবিজাবিস' উপক্রমণিকা ঃ

বাংলা উদ্ভট মজার ছড়া (Bengali/Bangla Nonsense Poem/Rhyme/Verse) পড়তে আমার ভীষণ ভালো লাগে। মজার ছড়া লিখেও আমি খুশি হই। আরও ভাল লাগে, যখন আপনারা, অর্থাত পাঠকেরা তা পছন্দ করেন। আমার পক্ষে সুকুমার রায়কে ছোঁওয়া শুধু দুঃসাধ্যই নয়, অসম্ভবও বটে। তবু এই সামান্য প্রচেষ্টা। বাংলা উদ্ভট মজার ছড়া নিয়ে এখানে, এই 'হাবিজাবিস'-এ নিশ্চয়ই আসব। আপনারাও এই বাংলা ছড়ার রাজ্যে এলে খুশি হব। অতএব, আজ থেকে আবার 'হাবিজাবিস'।

‘উদগোড়িয়ার গপ্পো’…. একটি ননসেন্স রাইম বা ননসেন্স পোয়েম। উদ্ভট বা খেয়ালরসের ছড়া। যেসব ছড়ার মাথামুন্ডু কিস্যু নেই। নিজের খেয়ালেই যে ছড়া এগোয় বা পিছোয় (আজ্ঞে হ্যাঁ, ঠিকই পড়েছেন – পিছোয়)। কখন যে কী ঘটবে সে সব ছড়ায় – বলা মুশকিল। খেয়ালরসের বিচিত্র সব উপাদান যে কখন, কোথায় এসে হাজির হবে, তা কারোর পক্ষেই বলা মুশকিল। আজ্ঞে হ্যাঁ, সেটা লেখকের পঙ্গেও বোধ হয়, সম্ভব নয়। আসলে, আমার মনে হয় ননসেন্স রাইম বা ননসেন্স পোয়েম লেখা যায় না। তারা নিজের থেকে এসে হাজির হয় তার সৃষ্টিকর্তা লেখকের কাছে। আমি তো অন্তত, এত ভাবনাচিন্তা করে, আঁটঘাট বেঁধে উদ্ভট ছড়া লিখে উঠতে পারি না। আমি খেয়াল করে দেখেছি, এ ব্যাপারে বেশি কিছু ভাবলেই, সব কিছু কেমন কেঁচে গন্ডুষ হয়ে যায়, ঘেঁটে ‘ঘ’ হয়ে যায়। তাই সেই চেষ্টা আমি বর্জন করেছি। আর সেই জন্যই, এইসব ছড়া লেখার ব্যাপারে আমার কোনও কৃতিত্বও নেই। আমার ক্ষেত্রে, বড়োজোর সঙ্গের ছবিগুলো দিয়ে আমি ‘ঠেকনা’ দিই মাত্র। (আজকের চিত্রণে আমি কিছুটা ‘কোরেলড্র’-এর সাহায্য নিয়েছি।) সে-ই কোন কালে, উদ্ভট ছড়ার এক বিশিষ্ট পথিকৃত, Lewis Caroll-এর ‘Jabberwocky’ ছড়াটি পড়বার পর বহুদিন ধরেই আমার মনে হচ্ছিল – এই ধরণের কিছু লেখার ব্যাপারে আমিই বা একটু ‘হাত পাকাবার’ দুঃসাহস দেখাই না কেন?! আর তারই ফলশ্রুতি আজকের এই উদ্ভট ছড়া – ‘উদগোড়িয়ার গপ্পো’। ভালো থাকবেন।

আজ মোট ৫ ছড়াই থাক। 'হাবিজাবিস' BLOG-এর সঙ্গের সব ছবিগুলি আমার আঁকা। পরের পোস্টে আরও ছড়া। অলমতি বিস্তারেণ। আনন্দম।