Friday, August 10, 2018

।। উদ্ভট বাংলা ছড়া, Nonsense Rhyme ও কিছু এলোমেলো চিন্তাভাবনা।।।

# কবিতা / ছড়া :
।। কিছু এলোমেলো চিন্তাভাবনা।।

জীবনের যা কিছু উদ্ভট, যা কিছু খেয়ালরসে সংপৃক্ত, যার সামনে পড়লে রোজকার চিন্তাভাবনা হঠাতই এলোমেলো হয়ে পড়ে, সেই সব অদ্ভুত জিনিসই আমাকে ভাবায়! আমাকে উদ্বুদ্ধ করে বিচিত্র সেই সব ঘটনাকে নিয়ে নাড়াচাড়া করতে, কলম ধরতে, ছবি আঁকতে, চিন্তা করতে। হয়তো আমার এই ভাবনার কোনও মূল‍্য নেই। তবু আমি ভাবি এই সব নিয়ে, বিচরণ করি উদ্ভটতায় মোড়া আমার এই বিচিত্র শ‍ষ‍্যক্ষেতে।
আমারও অনেক আগে এইরকম চিন্তাভাবনা নিয়ে অজস্র অমর সৃষ্টি করে গেছেন সুকুমার রায়, যাঁকে গুরু মেনে আমি স্বচ্ছন্দে এগিয়ে যাই খেয়ালরসে মোড়া উদ্ভট সব ছড়া লেখায়, অনুগল্প রচনায়, ছবি আঁকায়। আমার বিনম্র শ্রদ্ধা আমাকে স্মরণ করিয়ে দেয় লুই ক‍্যারল, এডওয়র্ড লিয়রের সব অমর সৃষ্টিকে। মনে পড়ে, প্রিয় গ্রিম ভাইদের রূপকথার কথা। মনের কোণে উঁকি দেয় রবীন্দ্রনাথ ঠাকুরের 'খাপছাড়া' ও অন‍্যান‍্য মজাদার ছড়ার সম্ভার, কাজী নজরুলের মজার ছড়াগুলোও, যে সবগুলো ভাবায়, আনন্দ দেয় - এই এত বছর পরেও! পরবর্তীতে অনেক বিশিষ্ট কবি ও ছড়াকারের বিশিষ্ট অনেক লেখাও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

আমার একটাই আফশোষ, ছোটোদের জন‍্য পত্র পত্রিকার বড়োই অভাব, যেখানে ছোটোরা পাবে তাদের মনের মতো ছড়া আর কবিতা। সেই সড় পত্রিকাগুলোতে তারা পায় বহুলাংশেই গল্প, প্রবন্ধ, বিজ্ঞান, খেলাধুলো আর ক‍্যুইজ ইত্যাদি। হয়তো ব‍্যতিক্রম আছে, কিন্তু তা আর কতটুকু!

আমার একটাই ইচ্ছে - যে ছড়ার সৃষ্টি ও ছড়িয়ে যাওয়া সাম্রতিক কালে নয় - চর্যাপদ, মঙ্গলকাব্য বা তারও আগে থেকে, যা অজস্র মানুষকে মজায় মজিয়ে, আনন্দ দিয়ে এসেছে আবহমানকাল ধরে, তা যেন সাহিত্যের আঙিনা থেকে চিরতরে হারিয়ে না যায়! সকলে ভালো থাকবেন। শুভেচ্ছা নেবেন।

-- রবিন বন্দ‍্যোপাধ‍্যায়
কলকাতা ৭০০০৭০
১১ অগস্ট ২০১৮।








Sunday, August 5, 2018

খেয়ালরসের উদ্ভট মজার বাংলা ছড়া : ‘যদি এমন হয়’!


অ্যালবাম : ‘যদি এমন হয়’!...  খেয়ালরস বা উদ্ভটরসের বাংলা ছড়া।

অনেকদিন পরে আবার আমার বাংলা ব্লগ আজ।

দৈনন্দিন জীবনের গন্ডি পেরিয়ে, এক উদ্ভট রাজ্যের উঠোনে লুটোপুটি খায় যে রস, তারই নাম খেয়ালরস বা উদ্ভটরস। সে রস কখনও হাসায়, কখনও ভাবায়, আবার কখনও বা আমাদের মগজকে চিন্তায় ফেলে দিয়ে কিঞ্চিত খুনসুটি করে নেয় আমাদের সঙ্গে। সেই উদ্ভট বা খেয়ালরসেই রান্না করা আমার চার-চারটি তাজা, মুচমুচে উদ্ভট মজার বাাংলা ছড়া, বিচিত্র চিন্তাভাবনার খেয়ালরসের চটপটে ছড়া, যা সব বয়সের পাঠকের কাছেই হয়তো উপাদেয় ঠেকবে - তাই দিয়ে আমার আজকের এই অ্যালবাম : ‘যদি এমন হয়’-এর আজককের ডালা সাজানো! এই সব 'হাবিজাবিস' ও 'উলকি ঝুলকি' প্রশ্রয় পেলে অবশ্যই আনন্দ পাব।

-- রবিন বন্দ্যোপাধ্যায়।
    কলকাতা ৭০০০৭০ / ০৬ অগস্ট ২০১৮।









Monday, January 1, 2018

লিমেরিক”: 

লিমেরিক আয়ারল্যান্ডের একটি জায়গার নাম। ফ্রান্সের সৈন্যদলের আইরিশ ব্রিগেডিয়াররা ওই লিমেরিকে অবস্থানকালে রকম ছোট ছোট ছড়ার গান রচনা করতেন। লিমেরিক একটি ইংরেজি শব্দ। শব্দটি ইংরেজি ভাষা থেকে বাংলায় অন্যান্য ভাষায় গৃহীত হয়েছে। লিমেরিক পদ্যের এক বিশেষ ধরনের রচনা শৈলী। সাধারণত টি চরণে হয়। মিলের বিন্যাস : ক। ৩য় ৪র্থ পঙ্ক্তি অন্যগুলোর চেয়ে মাপে ছোট হয়
ইংরেজি নার্সারী রাইম থেকে এর উতপত্তি। সাধারণত লিমেরিকের বক্তব্য ঠিকঠাক অর্থবোধক হয় না। তবে, এই ব্যাপারে আমি সহমত পোষণ করি না। লিমেরিককে অনেকেই ছড়ার এক হাল্কা ফর্ম মনে করেন। কিন্তু বাস্তবে, আমার কাছে মনে হয়, লিমেরিক হতে পারে সাহিত্যের শক্তিশালী মাধ্যম। সময় সমাজকে লিমেরিকে প্রকাশ করাই আসল লক্ষ্য। লিমেরিকেউইটথাকতে হবে; থাকতে হবে হিউমার বা স্যাটায়ারও আর সব মিলিয়ে লিমেরিককে হতে হবে মজায় ভাবে টইটম্বুর। এডওয়র্ড লিয়রের হাত ধরে চিরটাকাল যেসব লিমেরিক সোনা ফলিয়ে এসেছে, সেই লিমেরিক ছিল, আছে থাকবে
বাংলা মজার ছড়ার জগতে লিমেরিক অবশ্যই এক উল্লেখযোগ্য সংযোজন। উদ্ভট, এলোমেলো ভাবনায় মোড়া ছড়ার জগতে লিমেরিক এক উল্লেখযযোগ্য সংযোজন।

এই সঙ্গে দিলাম আমার লেখা -ছখানা লিমেরিক। হয়তো আমার এক অক্ষম প্রচেষ্টা








Thursday, December 14, 2017

'আনছুুনি বিটপানা' - উদ্ভট বাংলা কবিতা বা মজার ছড়া :

ছড়া লেখা সোজা নয়, ছড়া বড়ো শক্ত!... ভালো ছড়া হতে গেলে, হতে হবে পোক্ত!


ছড়া লেখার এই এক মুশকিল। লাইনের শেষে শুধু অন্তমিল দিয়ে দায় সারলে চলবে না, তাতে থাকতে হবে গল্প, হতে হবে অর্থবহ। আর Nonsense Rhyme or Nonsense Poem, অর্থাত উদ্ভট খেয়ালরসের ছড়া (তা সে বাংলা, বা যে ভাষাতেই হোক) হলে তো উদ্ভটতার সঙ্গে থাকতে হবে যথেষ্ট মজাও। দেখাই যাক চেষ্টা করে, এখানে কিছু উদ্ভট বাংলা কবিতা বা মজার ছড়া দেওয়া যায় কিনা… !







Monday, November 27, 2017

রাজকাহিনী : মজা কিন্তু বিস্তর।

রাজা রানির কথাই আলাদা। তাঁরা চাইলে পরেই যখন-তখন সিংহাসনে বসতে পারেন। পালঙ্কে শুয়ে হুকুম করতে পারেন। বাদামভাজা খেতে পারেন যত খুশি। আবার রাজসিংহাসনে বসে ঘুমিয়েও পড়তে পারেন। মানে, ষখন যা খুশি, করতে পারেন তা-ই।। রানিমাও বা কম যান নাকি? আর যাই  হোক, তিনি তো রাজার বউ!... এদিকে, পাখি আবার উড়তে পেলেই খুশি। সিঙ্গাপুরই হোক কি হংকং বা পাটায়া – উড়ে উড়ে পৌঁছতে পারলে, তাকে আর পায় কে? তা ছাড়া, কুমড়োপটাশ আছে, তাদের ডিম আছে, ডিমের নাচনকোঁদন আছে। এমন কি, হাট্টিমাটিমও আছে। আর সেই ডিমের সূত্রেই উঠে এল সেই অমোঘ প্রশ্ন : “ডিম আগে, না মুরগি আগে?”... এই সব বিচিত্র বিষয়বস্তু থাকে বলেই না, বাংলা উদ্ভট খেয়াল রসের ছড়ায় এত মজা, এত আনন্দ। Bengali Nonsense Rhyme বা Nonsense Poem – যাই বলা যাক না কেন, মজা কিন্তু বিস্তর। আসুন, পড়েই দেখা যাক।







Sunday, November 19, 2017

যত রাজ্যের মজার ছড়া : 

এডওয়ার্ড লিয়র (1812-1888)। ননসেন্স ছড়া ও উদ্ভট মজার লিমেরিকের আদিপুবুষ। জীবনের কোথা থেকে যে মজার মজার হরেক ঘটনা টেনে আনতেন – ভাবলে, আজও অবাক হয়ে যেতে হয়! আরও এক প্রাতঃস্মরণীয় কবি ও ছড়াকার ছিলেন ল্যুই ক্যারল (1832-1898)। তাঁর রচনাগুলোও এক অন্য জগতের। বাংলাতে আমাদের একান্ত আপন, সুকুমার রায়কেই (1887-1923)বা কোথায় রাখি? আসলে, Nonsense Rhyme বা Nonsense Poem হল সেই  সব অদ্ভুত ছড়া-রচনা, যা প্রথমবার পড়ায় শুধুই মজা, দ্বিতীয় পাঠে সামান্য অস্বস্তি, আর তার পরের পাঠগুলিতে ক্রমশ  উন্মোচিত হতে থাকে চমক – হাসি ষেখানে নিছক মজাতেই শেষ হয় না।… এই হল, উদ্ভট খেয়ালরসের ছড়ার মজা, যা বাংলা ভাষায় সুকুমার রায় আকছারই করে গেছেন। এবারের ব্লগে রইল আমার লেখা ও আঁকায় পাঁচ-পাঁচটি ছড়া, যার মধ্যে চারখানিই এডওয়ার্ড লিয়র আশ্র্রিত লিমেরিক। বাংলা মজার ছড়া, উদ্ভট ছড়ার এবার Happy Reading…






















Saturday, November 18, 2017

বাংলা উদ্ভট খেয়ালরসের ছড়া : 
বাংলায় মজার ছড়ার প্রচলন তো আছে। অনেকদিন ধরেই স্বনামধন্য কবিরা তা লিখে আসছেন। এখনও লেখেন। শিশু ও কিশোর বয়সের পাঠকদের জন্য, সেই সব ছড়ার মূল্য অপরিসীম। কিন্তু দুর্ভাগ্যক্রমে, সুকুমার রায়ের পরে, তাঁর মতো উদ্ভট খেয়ালরসের ছড়া বা Bengali Nonsense Rhyme বা Nonsense Poem-এর কিঞ্চিত-অধিক অভাব বোধ করেছি। সুকুমারের লেখা ও তার সঙ্গে  তাঁরই হাতে আঁকা ছবির মধ্যে যে মজা, তার দর্শণ  আজকাল প্রায় দেখাই যায়  না। অন্য অনেকেরই মতো আমিও সুকুমার রায়ের সৃষ্টির অন্ধ ভক্ত। আমি তাঁর সেই ধারা মেনে, অনেকদিন ধরেই চেষ্টা করে যাচ্ছি বাংলা ভাযায় উদ্ভট মজার ছড়া বা Bengali Nonsense Rhyme লিখেে যাবার। আমার (Robin Banerjee) Facebook-এর পাতায় বা বর্তমান ব্লগে তার অজস্র উদাহরণ পাবেন। পাবেন GOOGLE-এও। Facebook-এ তো প্রায় রোজই থাকে এই সব হাবিজাবি লেখা। তা ছাড়া সন ২০১৭-র কলকাতা বইমেলায় প্রকাশিত ১১২ পৃষ্ঠার আমার লেখা, মজার ছড়া-ছবির বই 'হাবিজাবিস' (Habijabis) তো আছেই। আপনাদের হাত ধরে ছোটোরা আবার মজার ছড়া, উদ্ভট ছড়া ভালোবাসুক - সেটাই চাইব। বাকি কথা ও ছড়া আমার পরের ব্লগেে। ভালো থাকবেন সকলে।